(১)
প’তে পা
এন্টনি কি প্রথমে ক্লিওপেট্রার পা দেখেছিল
কার্পেটে জড়ানো ক্লিওর নগ্ন দেহের বাইরে
আলেকজান্দ্রিয়াতে এন্টনির দরবারে
ফুটেছিল শাপলা শাপলা জাফলঙ্গি চায়ের পাতায়
একটি কুড়িতে দু’টি পায়ের পাতা
(২)
চিনারা হাজার বছর ধরে
মেয়েদের হাটা চলার নিকাশ করেছিল
তালামারা লোহার জুতায়
মুখ নিয়ে না
বুক পেট কোমর পাছা নিয়ে না
পা নিয়ে চিনাদের এই নিউরোনন্দন
এক অর্থে পা-ফেটিশের মত্ত যৌনায়ন
(৩)
একুশে ফেব্রুয়ারিতে প্রভাত ফেরিতে
বাংলাদেশি ছেলে মেয়েরা খালি পায়ে
শহিদ মিনারে যায়
মেয়েদের আলতা পরা পা’গুলো দেখতে
ছেলেদের আলতা ছাড়া পা’ গুলো দেখতে
আমার কি যে ভাল লাগে কি যে ভাল লাগে
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhf0NZS8yskPczozhfQC2cvS49U5JQWS1LhrFR4DQ1IG41vYBu1Tyijqvp_X4r5gN_WJkfLfbR8eFx8Y77RTc6lRfSMUrd4r3yCF8yG135K_vHw4gdLFMLUObAfrrR-eICBaur0pO5cW9c/s400/human+leg.png)
প’তে প্যরাস্যুট
পা' তে প মাটিকে ছোয় কত প্রকারে
বাতাসে খোলামাত্র প্যারাসুট কাজ শুরু করে
আর কাজ শুরু করতেই গতিবেগ কমে যেতে থাকে
বাতাসের ভেতর প্যরাসুট
প্যারাসুটের ভেতর পা সমেত এক দেহ
দেহটার জেন্ডার না জেনেই
প্যরাসুট তাকে দোলায় এবং গন্তব্যে নামায়
কখনো ইম্প্যাক্টে চৌচির সে দেহযাত্রাপথ
প্যরাস্যুটকে মন হিশেবে দেখি
মনকে ভাবি প্যারাসুট
পা ও প সঙ্গমের দিকে এগোয়
রুপবতির দিকে রুপবান তাকায়
রুপবতির দিকে রুপবতি তাকায়
রুপবানের দিকে রুপবান তাকায়
পা প প্যারাসুট একে অপরকে দোলায় *
(৫)
মাছকন্যাদের পা’র জায়গাতে লেজ
বাস্তবে যা হাটাচলা
কল্পনাতে তাই ডুব সাতার
(৬)
জ্যোতি-আম্মাকে বটিতে বসে
বড় মাছের আশ ছিলতে দেখে
উত্তেজিত হয়ে মাছের আশের চশমা পরে
ভাবতামঃ বটি লালে লাল
জ্যোতি-আম্মার হাতও লালে লাল
উঠোন ছোয়া ফ্লিপ ফ্লপ পরা পাও লাল
আহ জ্যোতি আহ পা আহ প
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhf0NZS8yskPczozhfQC2cvS49U5JQWS1LhrFR4DQ1IG41vYBu1Tyijqvp_X4r5gN_WJkfLfbR8eFx8Y77RTc6lRfSMUrd4r3yCF8yG135K_vHw4gdLFMLUObAfrrR-eICBaur0pO5cW9c/s400/human+leg.png)
প’তে পাহাড়
মলে ঝোলানো ছোট ছোট ঘুংগুরগুলো
টুং টু টুং টুং
পাহাড়িদের পা দেখে উত্তেজিত
নিচেকার মানুষেরা বুঝতে পারে না
ওগুলো মেয়েদের না কি ছেলেদের পা
না কি হাজারে হাজারে পা দুলেছে
পাহাড়ের পায় বেয়নেটের খোচায়
মলগুলো ভেজে- তারপর রক্ত জমাটিতে
জং ধরা পাহাড়ের পায়ে অন্তিম গ্যংগ্রিন
পাহাড় তবু নাচে
পাহাড়ের পা বাগানবিলাসের রঙ্গে রঙ্গিন
(৮)
উল্কি আকা পাহাড়ের পায়ের পাতায়
আগুন ওগরানো ড্রাগনের উল্কি
পা ঘুরে ঘুরে হাটু উরু ছাড়িয়ে
ড্রাগনের লেজ ঘুরেছে দুই পাছার জোড়ায়
পুরো উল্কিটা তখনো বন্দি
পাহাড়ের পায়ের পাতায়
পা ছাড়িয়ে পা উঠেছে
পাহাড়ের পরমাত্মায়
চয়ন খায়রুল হাবিব
অক্টোবর ২০০৮
লন্ডন
ছবি, বাগানে রুপসির পা, গুগোল, নরকঙ্কালের পা/ওয়াইকি
পরিমার্যনা, ২২/০৯/২০১৮