শাক তুলছে মেয়েটি মাছ ধরছে মেয়েটি
মাছ ধরছে মেয়েটি শাক তুলছে মেয়েটি
খামার নয় পুকুর নয়
ওটা ঢাকা শহরের নর্দমা
শহরতলিতে মেয়েটির সাথে
ক্যন্টনমেন্টের মোকদ্দমাঃ
পোড়া কড়াই ভেঙ্গেছে রাজউকের বুলডজার
ব্যঙ্গাচিকে ভেবেছে মেয়েটি মাছের পোনা
সরকারি নিতিতে বসতি তাহার আজ অবৈধ স্থাপনা
শাক তুলছে মেয়েটি মাছ ধরছে মেয়েটি
মাছ ধরছে মেয়েটি শাক তুলছে মেয়েটি
চয়ন খায়্ররুল হাবিব
অক্টোবর/২০০৮ লন্ডন
ছবিগুলো ঢাকাতে ২০০৭ এর ফেব্রুয়ারিতে তোলা। "ছবি ও কবিতা" পান্ডুলিপির অংশ।