Thursday, 19 May 2022

বিদায় ভ্যানগেলেস

স্টুডিওতে ভ্যানগেলেস সত্তর দশকে

ভ্যানগেলেস প্রথমে শুনি ঢাকায় ১৯৮১ সালে, 

'চ্যারিয়টস অফ ফায়ার' ছবিতে ফুলার রোড ব্রিটিশ কাউন্সিলে।

ছবিটা মুক্তি পাবার সাথে সাথে দেখতে পেরেছিলাম, 

বুঝে না বুঝে কালচারাল সেন্টারগুলোতে বিদেশি ছবি দেখতাম।

Tuesday, 3 May 2022

ন হন্যতে নগ্নতা :

দেহছন্দের ফোকাস ও দীপা হকের দ্বিধা

শিল্পী, দীপা হক

'ন হন্যতে নগ্নতা : বাংলা শিল্পকলার ইতিবৃত্ত ও ফিগারেটিভ অপ্রতুলতা'  শিল্পকলা বিষয়ে আমার সামনে প্রকাশিতব্য একটি বইয়ের নাম। বইটার ফোকাস, কেনো দুই বাংলাতে ফিগারেটিভ আর্টস বিকশিত হতে পারছে না তার আলোচনা, প্রাসঙ্গিক শিল্পীদের নিয়ে ডিস্কোর্স।