ত্রা লা লা লা...এখানে থমকে দাড়াবে রঙ্গিলা বাংলা...মুদ্রাফরাশ জোনাকদের দ্বন্দরন জল্লায় চয়ন সিথানে আমি মাইকেল বাজাই...নৈকট্যধামের টাইপো লজবাং বা লজিকাল বাংলাঃ ঈ, ঊ, ণ,চাদবিন্দুর বালাই নাই!মার্জনার তাই তাই তাই, উত্রাই'র ত্রালা লা লা লা...
পিঙ্ক ফ্লয়েডের গান ও ভ্যান গগের সূর্যমুখী ফুল!
ওহ, আরে আরে, জল জংলার ঘাস ছাওয়া তেপান্তরে
লাল টকটকে একটা কালিনা-বেরি নুয়ে নুয়ে হাসছে।
ভাইবার্নামকে ইউক্রেইনিরা ডাকে কালিনা, রুশিরা ডাকে কালিঙ্কা।
বাংলায় নাম দিলাম লালসাদা-কল্যাণী-কল্যাণ ফুল!