ভালবাসাবাসির চেয়ে বড় প্রতিষেধক আর কিছু নাই।২০১৭ সালে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ঢাকার ইস্কুল বাচ্চাদের সংগঠিত ব্যাপক আন্দোলনের সময় অনুবাদ করেছিলাম, রজার ম্যাকগফের At lunchtime – A story of love।শিরোনাম বদলে সেটাই পরিবেশন করছি,
করোনা-কেয়ামতের আগের দিন ঢাকাতে গনভালবাসাবাসি
ফার্মগেটের নমুহুনিতে বাচ্চাকোলে এক মহিলার সাথে
সংঘর্ষ এড়াতে বাসটা যখন প্রচন্ড হেচকায় ব্রেক কষলো
অন্য পাশে বসা হিজাবি স্টাইল আটোসাটো শাড়ি পরা
দোহারা চেহারার আবেদনময়ি অপরুপা আমার বুকে আছড়ে পড়লো