ত্রা লা লা লা...এখানে থমকে দাড়াবে রঙ্গিলা বাংলা...মুদ্রাফরাশ জোনাকদের দ্বন্দরন জল্লায় চয়ন সিথানে আমি মাইকেল বাজাই...নৈকট্যধামের টাইপো লজবাং বা লজিকাল বাংলাঃ ঈ, ঊ, ণ,চাদবিন্দুর বালাই নাই!মার্জনার তাই তাই তাই, উত্রাই'র ত্রালা লা লা লা...
▼
Saturday, 3 July 2010
বিন্দির টিপ অথবা কমলাদের গান
এত সুন্দর হলেন কি করে আপনি
যে না তাকাতেই নিজেকে নাচালেন কমলায়
এরকম ভাবতে ভাবতে কপালের চারপাশে
গড়িমসি পা ফেলে
মাছিটা হাটছিল কখনো বা জট পাকানো চুলের জঙ্গলে
ফুটাটার ভিতর ঢুকব কি ঢুকবনা ভেবে ভেবে ইতস্তত
এবং রহস্যঘন লালচে শুকনা মরিচা ধরনের রেখায় ক্ষিপ্ত বিক্ষিপ্ত
মাছিটা ঢুকবার সিধান্ত নিতেই দুই ভ্রুর মাঝখান জুড়ে
জাগতিক এক পরিত্রানে জাগে
মাইলকে মাইল থমকানো কমলা বাগান
খোসা ছাড়াতে ছাড়াতে মার্মালেডের আঠালো ব্লেড
গলা চিরে চিরে নামে
তারপর শুকাতে শুকাতে সুগন্ধ ছড়ায়
কোয়া চিপে চিপে কোয়া টিপে টিপে টিপ টিপ টিপ
টিপ টিপ টিপ
সকাল দুপুর বিকাল সন্দিপ জুড়ে
কমলাদের ত্রা লা লা লা লা
হাসপাতাল জুড়ে ত্রা লা লা লা লা
বেহুলাদের গায়ে সেবিকাদের এপ্রন কমলা রঙের
ভয়াবহ কমলা রঙের রায়ট-রঙ্গা কমলা রঙের আঠালো যানজট
শরিরে জড়ানো অবস্থাতেই না কেটে উপায় নাই
না চিপে উপায় নাইঃ সুতরাং চিপে চিপে চিপে
যাকে কাটাছেড়া হ'লো কমলাকাটা কারখানা ঘরে
তার গহিনেই কমলাদের আবার ফেরত পাঠাও
অবসের ঠোটে ফেরিওয়ালাদের ঝুড়িতে ঝুড়িতে
মহাবশ সঙ্গমের নাম কমলা কিন্তু এখনো তা ফলে নাই
তাহলে কিসের এত ঝামেলা?গন্ধকানা মাছিটা জানে না
পচা কমলাদের কেউ মুখেও তুলে নিবে না
ঢুকে পড়বার সিধ্বান্ত নিয়েও ঢুকি ঢুকি উকি ঝুকি মেরেও
মাছিটা এখন রাখমানিনভের জাদরেল ব্যলেরিনা
খাটো স্কার্ট ঘুরায় ঘুরায় পায়ে পায়ে জংগিলি এক মিরেজ নাচায়
এখানে কয়েকটা অপঘাতের মামলা
এখানে ছড়ানো ছিটানো অনেক অনেক কমলা
কমলাদের প্রত্যকের কপালে পয়েন্ট ব্ল্যাঙ্ক লাল বিন্দির টিপ
চয়ন
৩/০৭/২০১০
ব্রিটানি