'এই মাতোয়ালা রাইতের' লেখক সেই কবি শামসুর রাহমান'কে, যিনি পাতাবাহারদের নিয়ে ভাবিত হয়েছিলেন।আর শৈষব, কৈশোর, যৌবনের বন্ধু নরমাংসখোর বলে খ্যাত পাতাবাহার কুলোদ্ভব খলিলুল্লাহকে।
শব্রাইতের রাইতে
গোরস্থানের গেটের বগলে বসা নিয়া
পাতাবাহারেরা পাতাবাহারদের সাথে
ফাটাফাটি কাইজা লাগাইসে
পুলিশেরা পাতাবাহারদের খেদায়া দিতাসে
আমলকি চিবাইতে চিবাইতে
টেলিবিশনের লোকেরা পাতাবাহারদের সাথে
পুলিশের লাঠালাঠির ফিলিম তুলতাসে
এখন চিপায় যা।বদু ভাইরে আমাগো কাছে পাঠায় দে।
টেলিবিসনের আমলকিগো সামনে আমাগো লগে কথা কইস না।
শাহানারে থানায় পাঠায় দিস।
শুনেন তাইলে, হাচায় হাচায় কইঃ
শাহানায় এখন দায়রার পুস্কুরিনিতে
শরিল ভর্তি কাটা ছিড়া লিয়া কেরাসিনের ডেরামের ভিতর
তিলের খাজার মত ভসভাসায়া ভাসতাসে
বদু বাইর মিজাজ গেলো রাইতে এক্কেরে বিলা
এমন মাল টানসে যে ধন পুরা ঢিলা
শাহানারেও টানাইসিলো ধুমায়া
উল্টা সিধা চুমায়া লাথাইতে লাগলো আবাগির লেংটা গতর বেড়ায়া
মরসে বুইঝা গায়েবানার জানাজা পড়লাম দায়রার পুস্কুরিনিতে ভাসায়া
দরদর ঘামের ভিতর মনে লাগে ভুতের আসর
শাহানার লাশ ডেরামে ভরনের সময় হুনিঃ
সানকিতে পয়সা পড়ার ঝন ঝন
আমাগো পাতাবাহারি পির মুর্শিদের নামে
সাতশোবার নাকে খত দিয়া
খানকির দালালির মেহেন্নত ঠিকই ছাইড়া দিতাম
কিন্তু আপনেরাইত নিজেগো বার বার বেচেন
পাতাবাহারের ছাওয়া বেড়ার ঘরের কাছে
একবার খত্না করান একবার সিন্দুরে রাঙ্গান
পাতার সাথে ধর্মের
বাহারের সাথে মানুষের বুলির ভাংগানি লাগান
দিনের বেলা পাতাবাহারি দেবতাদের বলেন কুফরি-কালামের ধন্দ্ব
রাইতের আন্ধারে পাতাবাহারেই খোজেন পুলসিরাতের দেহছন্দ
বলেন এইবার সালোক সংস্লেষনের খরিদ্দার পাতাবাহারেরা
কেমনে বুঝবে কোনটা রহম আর কোনটাই বা চাপানে'র মন্দ
চয়ন খায়রুল হাবিব
২১/০৪/২০১০
শামসুর রাহমানঃ কবিতা দিয়ে কবিতার রিভিউমত
শব্রাইতের রাইতে
গোরস্থানের গেটের বগলে বসা নিয়া
পাতাবাহারেরা পাতাবাহারদের সাথে
ফাটাফাটি কাইজা লাগাইসে
পুলিশেরা পাতাবাহারদের খেদায়া দিতাসে
আমলকি চিবাইতে চিবাইতে
টেলিবিশনের লোকেরা পাতাবাহারদের সাথে
পুলিশের লাঠালাঠির ফিলিম তুলতাসে
এখন চিপায় যা।বদু ভাইরে আমাগো কাছে পাঠায় দে।
টেলিবিসনের আমলকিগো সামনে আমাগো লগে কথা কইস না।
শাহানারে থানায় পাঠায় দিস।
শুনেন তাইলে, হাচায় হাচায় কইঃ
শাহানায় এখন দায়রার পুস্কুরিনিতে
শরিল ভর্তি কাটা ছিড়া লিয়া কেরাসিনের ডেরামের ভিতর
তিলের খাজার মত ভসভাসায়া ভাসতাসে
বদু বাইর মিজাজ গেলো রাইতে এক্কেরে বিলা
এমন মাল টানসে যে ধন পুরা ঢিলা
শাহানারেও টানাইসিলো ধুমায়া
উল্টা সিধা চুমায়া লাথাইতে লাগলো আবাগির লেংটা গতর বেড়ায়া
মরসে বুইঝা গায়েবানার জানাজা পড়লাম দায়রার পুস্কুরিনিতে ভাসায়া
দরদর ঘামের ভিতর মনে লাগে ভুতের আসর
শাহানার লাশ ডেরামে ভরনের সময় হুনিঃ
সানকিতে পয়সা পড়ার ঝন ঝন
আমাগো পাতাবাহারি পির মুর্শিদের নামে
সাতশোবার নাকে খত দিয়া
খানকির দালালির মেহেন্নত ঠিকই ছাইড়া দিতাম
কিন্তু আপনেরাইত নিজেগো বার বার বেচেন
পাতাবাহারের ছাওয়া বেড়ার ঘরের কাছে
একবার খত্না করান একবার সিন্দুরে রাঙ্গান
পাতার সাথে ধর্মের
বাহারের সাথে মানুষের বুলির ভাংগানি লাগান
দিনের বেলা পাতাবাহারি দেবতাদের বলেন কুফরি-কালামের ধন্দ্ব
রাইতের আন্ধারে পাতাবাহারেই খোজেন পুলসিরাতের দেহছন্দ
বলেন এইবার সালোক সংস্লেষনের খরিদ্দার পাতাবাহারেরা
কেমনে বুঝবে কোনটা রহম আর কোনটাই বা চাপানে'র মন্দ
চয়ন খায়রুল হাবিব
২১/০৪/২০১০
শামসুর রাহমানঃ কবিতা দিয়ে কবিতার রিভিউমত