Friday, 28 June 2024

মধুসূদন স্মরণে তিনটি সনেট!

জলশঙ্খ সনেট সিরিজ :

২৯শে জুন, মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী সামনে রেখে এই সনেট সিরিজের শুরু। ২০২৪ সাল মাইকেল মধুসূদন দত্তের জন্মের দুশো বছর পূর্তি। পুরো বছর জুড়ে মাইকেলের বিভিন্ন চরণ ধরে এই সনেট সিরিজ লিখে যাবো।চখাহা।

সাগরদাঁড়িতে মধুসূদনের ভাস্কর্যের পাশে চয়ন খায়রুল হাবিব। ২০১৬। 

জলশঙ্খ ঠিকঠাক কেটে ফু দিলে,
ঢাকা বাজে কক্সবাজার সৈকতের আদলে।