আহমদ শরীফের সাথে মনোগত সংলাপ ১
কিম্বা 'তিন পাগলের মেলা'!
নিচে যেভাবে রাষ্ট্রধর্ম, রাষ্ট্রভাষা এবং ধর্মসাপেক্ষতা, শিরোনামে প্রয়াত উপন্যসিক কামরুজ্জামান জাহাঙ্গীর ও আমার টানা কথপোকথনটি এখানে ছেপেছি, প্রামান্যভাবে তা ধারণ ও প্রথম প্রকাশনার কৃতিত্ব অনুজ গল্পকার তারিক আল বান্নার।কয়েক বছর আগে নিউজ বাংলাদেশে দায়িত্ব পালনের সময় বান্না সংবাদ মাধ্যমটির সাহি্ত্য জাইনে বিচিত্র মাত্রা যোগ করতে সমর্থ হয়েছিল।সে সময় আমার পুরোনো, নতুন, সাম্প্রতিক অনেক ছোটো বড় লেখা, আলাপচারিতা নিউজবাংলাদেশে আসে, যার ভেতর একটা নিচের সম্পাদিত অংশটি।