বাবরনামাকে প্রশ্নবিদ্ধ করে পুষ্টিবিশারদ সেজো বোন রুবি ক্যারোলাইনা থেকে ডেইলি স্টারের একটি খবরের লাগসই জবাব দিয়েছে ইংরেজিতে।বেদবাক্য ঢং এর বানিজ্যিক কারসাজির ভাষাতে ডেইলি স্টার খবর দিয়েছে, গাজিপুরে না কি কে বা কারা 'সম্প্রতি প্রথম বারের মতো টিউলিপ ফুল ফুটিয়েছে।' রুবির মুল ইংরেজি জবাবটি কপি/পেস্টের সাথে নিচে আমার বিস্তারিত মন্তব্যসহ বাংলাটা দিলাম :
ত্রা লা লা লা...এখানে থমকে দাড়াবে রঙ্গিলা বাংলা...মুদ্রাফরাশ জোনাকদের দ্বন্দরন জল্লায় চয়ন সিথানে আমি মাইকেল বাজাই...নৈকট্যধামের টাইপো লজবাং বা লজিকাল বাংলাঃ ঈ, ঊ, ণ,চাদবিন্দুর বালাই নাই!মার্জনার তাই তাই তাই, উত্রাই'র ত্রালা লা লা লা...
▼