একদিন ঠিক ঠিক সাবেক ভ্যানচালক ইমাম শেখের সাথে আমার বৈমানিক অগ্রজের নামাঙ্কিত চত্বরে জমিয়ে চা খাওয়া যাবে। |
বাংলাদেশ বিমান বাহিনিকে আমার পরিবারের মত লাগে বললে ভুল হবে, এটা আমার রক্ত সম্পর্কের পরিবার।আমার অগ্রজ ফ্লাইট লে: আইনুল হাবিব (ডাকনাম আপন) ১৯৮৮সালে মাত্র আঠাশ বছর বয়সে তার সুপারসনিক মিগ ২১ ক্রাশ করে নিহত হয়।কিছুদিন আগে এয়ার মার্শাল (অব) এনামুল বারি বিমান বাহিনি প্রধান থাকাকালিন, বাংলাদেশের প্রথম সুপারসনিক স্কোয়াড্রনের বৈমানিক হিশেবে কর্তব্যকালিন ফ্লাইটে নিহত হবার সম্মানে, আমার অগ্রজের নামে কুর্মিটোলা বিমান ঘাটিতে একটি চত্বর উদ্বোধন করে।