ত্রা লা লা লা...এখানে থমকে দাড়াবে রঙ্গিলা বাংলা...মুদ্রাফরাশ জোনাকদের দ্বন্দরন জল্লায় চয়ন সিথানে আমি মাইকেল বাজাই...নৈকট্যধামের টাইপো লজবাং বা লজিকাল বাংলাঃ ঈ, ঊ, ণ,চাদবিন্দুর বালাই নাই!মার্জনার তাই তাই তাই, উত্রাই'র ত্রালা লা লা লা...
▼
Wednesday, 28 December 2016
Tuesday, 20 December 2016
মেহগনি বনে
'মেহগনি বনে' সিরিজটির অসংলগ্নতাস্নাত ছোট ছোট কবিতাগুলো লিখেছি পাচ বছর ধরে মহাকাব্যিক 'জুলেখা ট্রিলজি' নাট্যগাথা লিখবার ফাকে ফাকে।ট্রিলজির প্রথম দুটি প্রকাশিত পর্ব এবং একটি পর্বের মঞ্চায়নের সাইকাডেলিক প্রকোপকে সংলগ্নতাতে বাধবার প্রয়োজনে, অসংলগ্ন উচ্ছ্বাসগুলোকে ঘরোয়া ছোট ছোট টবে সারবান করে, নিয়মিত ভিজিয়ে তুলছিলাম; বিষয়ান্তরে যা গড়ায় এক নিবিড় বনসাই প্রক্রিয়াতে; অসংলগ্নতার পরিপূরক শব্দ হয়ে উঠে 'হিজিবিজি'; আগের কবিতাগুলোতে সিধ কেটে ঢুকে পুরো একটা 'মেহগনি বন'!চখাহা।সেপ্টেম্বার,২০১৬।
Sunday, 18 December 2016
মৌল জন্তুর ভাষা
মৌল জন্তুর ভাষা প্রথম প্রকাশ, প্রয়াত কবি আবিদ আজাদের 'শীল্পতরু' প্রকাশনী থেকে আমার মৌল রুমাল গ্রন্থিকায়, ১৯৯১। গ্রন্থিকাটির পরিকল্পনা করেছিল কবিবন্ধু প্রয়াত আহমেদ মুজিব, আকা কচি।ও তখন শীল্পতরুতে ম্যানেজার পদে বহাল।পোট্রেট ফটো তুলেছিল প্রয়াত বন্ধু আব্দুল্লাহ কাফি।তখন ব্যবহার করতাম শুধু খায়রুল হাবিব।
Monday, 5 December 2016
বিজ্ঞাপনজাত লক্ষি এবং শিল্প সরস্বতির বিবাদভঞ্জন
মসলিন পরনে ঢাকাই রমনি, ১৮ শতক।ফ্রান্সেস্কো রেনাল্ডির আকা।এধরনের তেলচিত্র ব্যাবহার করা হতো ইউরোপের সম্ভ্রান্ত দরবারগুলোতে মসলিনের বিজ্ঞাপন হিশেবে। |
Wednesday, 30 November 2016
প্রহার, উচ্ছেদ, গুম : শো মাস্ট নট গো অন এন্ড অন
লাঠি, গুলি, টিয়ারগ্যাস, উচ্ছেদ, গুমের আদেশগুলো দেয়া হয় বাংলা ভাষাতে; ইংরেজি, উর্দু, হিন্দিতে নয়!সামাজিক নেটওয়ার্কে আহাজারিও করা হয় বাংলা ভাষাতে!
Tuesday, 25 October 2016
টুটুলের 'পেন' পুরস্কারে বিলাতি বংগসমাজ নিরব!
‘শুদ্ধস্বর' প্রকাশনির আহমেদুর রশীদ টুটুলের পেন পুরস্কার প্রাপ্তি সংবাদের প্রাক কথনে ফেসবুক 'জুলেখা সিরাপ' পেইজে সদস্য কুদরত এলাহি লিখেছেন,
''বাংলাদেশের যে ব্যাক্তি সম্প্রতি সবচেয়ে বড় আন্তর্জাতিক পুরস্কার পেল,তাকে নিয়ে আমরা কতটুকু আলোচনা করেছি? কেন করতে চাই নাই? নিরাপত্তা না দেবার লজ্জা থেকে? এ পুরস্কারটি বাংলাদেশের জন্য তিরস্কারও বটে!টুটুলকে শুভেচ্ছা!''
Tuesday, 11 October 2016
Friday, 16 September 2016
Tuesday, 2 August 2016
Saturday, 23 July 2016
এরদোগানের ছোট-নুনু-সমাচার!
তুর্কি হুজ্জতির ধুন্দুমারে অনেকে হয়ত ভুলে গেছে, কিছুদিন আগে মার্চের শেষদিকে জার্মানির প্রখ্যাত কৌতুকাভিনেতা ইয়ান বোহমারমান তুর্কি রাস্ট্রপতি এরদোগানকে নিয়ে প্রচন্ড বিদ্রুপাত্মক ভাষাতে এক স্যাটায়ার গান হিশেবে প্রচার করেছিল জার্মান টেলিভিশানে, যার মুল প্রতিপাদ্য হচ্ছে,'নুনুর সাইজ ছোট হওয়াতে এরদোগান এতসব জঘন্য দমন, পিড়ন, ধড়পাকড় চালাচ্ছে।' সবাই ভুলে গেলেও এরদোগান ও তার অ্তি-উতসাহি সহচরেরা ভুলে নাই; তারা জার্মান সরকারের কাছে বোহমারমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করেছে। স্যাটায়ারটার ইংরেজি, বাংলা তর্জমা দেখা যাক; আরো দেখা যাক এ-ব্যাপারে জার্মান সরকারের প্রতিক্রিয়া!'বাক-স্বাধিনতা' ও 'শিল্পের স্বাধিনতার' আপেক্ষিকতার পটভুমিতেও এই স্যাটায়ার আলোচনা জরুরি!