একজন বাঙালি ভদ্রমহিলা ফেসবুকে লিখেছে যে 'তার বিশ্বাস, বেশির ভাগ প্রবাসি দেশপ্রেমিক এবং সংবেদনশিল'!কি কন্টেক্সটে লিখেছে,তা আরো হাজারো স্টেটাসের মত আগা মোটা, গোড়া চিকন অবস্থা!আমার ধারনা ভদ্রমহিলার স্বামি বা বাবা কিম্বা উভয়ে বাংলাদেশ সেনাবাহিনির সিপাহি বা অফিসার!
অগ্রজ কবি মুস্তফা আনোয়ারের সাথে আশির দশকে বিভিন্ন সঙ্গে, অনুষঙ্গে আমার ঘনিষ্ঠতা থাকলেও, বর্তমান আলোচনা তার 'ক্ষুর' গ্রন্থ নিয়ে আবু রুশদের ইংরেজি রিভিউ ঘিরে আবর্তিত !রিভিউটা বেরোয় প্রথম সংস্করণ(১৯৭৯, মার্চ) প্রকাশের মাস তিনেকের ভেতর!