শহীদ সাবের শ্রদ্ধাভাজনেষু।শহীদ ওনার নামের অংশ।
পঞ্চাশ দশকের আজিম্পুর ওয়েস্ট এন্ড হাই স্কুলের খন্ডকালিন শিক্ষক শহীদ সাবের, ছাত্র মাহমুদুল হক বটুর কথনে মুগ্ধ হয়ে 'জীবন আমার বোন'কে হাতে ধরে নিয়ে যাচ্ছে দৈনিক ইত্তেহাদে কবি আহসান হাবীবের সম্পাদকিও দফতরে!বারাসাত থেকে আসা বটুর বয়স তখন ১৬'র কম আর শহীদের বয়স ২০ ছুই, ছুই! গত ইদেও শহীদ জেলের ভাত খেয়েছে চিটাগাংয়ে রাজবন্দিদের সাথে যেমনটা বরাবর মেট্রিকের পর পর একটানা চার চারটা বছর!